মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ হাজী আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন "মাদক ও মোবাইল আসক্তিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই"
শুক্রবার(৮ আগস্ট ) নগরীর রাহাত্তারপুল এলাকার এন এন স্পোর্টস এরিনা টার্প মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মহিউদ্দিন মনির এবং সঞ্চালনা করেন মোঃ জাহেদ।
তিনি বলেন, “সমাজ থেকে সন্ত্রাস, মাদক এবং মোবাইল আসক্তি দূর করতে হলে গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি পাড়া-মহল্লায় অতীতের মতো খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালু করতে হবে। এতে নতুন প্রজন্ম মাদক, মোবাইল আসক্তি এবং কিশোর গ্যাং কালচার থেকে মুক্তি পাবে।”
তিনি আরও বলেন, এন এন স্পোর্টসের পরিচালক ও ৬ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটনের সার্বিক সহযোগিতায় আয়োজিত হাজী আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুনঃ কুয়াকাটায় ভেসে এলো নিখোঁজ ট্রলার ও এক জেলের মরদেহ
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির। এছাড়া এলাকার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বদের মধ্যে আনোয়ার হোসেন লিপু, গিয়াস উদ্দিন, গুলজার আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।