
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন” লক্ষ্মীপুরে পিস্তল ও ইয়াবাসহ ৩ যুবক আটক
হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে রয়েছেন— মো. শাকিল (২৮), মোছা. রেশমী (৩২), মোছা. দোলেনা (৫০) ও আরও একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি।
দুর্ঘটনা প্রসঙ্গে শাজাহানপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। যানটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে।”



