
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি ও বিতর্কিত সাংবাদিক আয়ান শর্মার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সনাতন সমাজ ও বীর চট্টলাবাসী। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিন’ ও ‘আলোকিত চট্টগ্রাম’-এর নিবন্ধন বাতিলেরও দাবি তোলা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সনাতন সমাজ ও বীর চট্টলাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আজীবন সদস্য দোলন দেবের সভাপতিত্বে বক্তারা অভিযোগ করেন, “মিথ্যা অপপ্রচার ও জন্মাষ্টমীকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চাঁদাবাজ খ্যাত নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিন’। আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি আয়ান শর্মাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
আরও পড়ুনঃ কাল ফল প্রকাশসহ তিন দফা দাবিতে বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বক্তারা আরও বলেন, “আয়ান শর্মার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসার সঙ্গে সখ্য, চাঁদাবাজি, ধর্মীয় দাঙ্গার উস্কানি ও চরিত্র হননের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সাংবাদিকতার প্রভাব ব্যবহার করে তিনি অপকর্মের সিন্ডিকেট গড়ে তুলেছেন।”
মানববন্ধনে বাপ্পী দে, সুব্রত আইচ, সৌরভ প্রিয় পাল, মিঠুন বৈষ্ণব, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত পান্ডে, বিপ্লব চৌধুরী বিল্লু, অপু চৌধুরী আকাশ, মিটন রবি দাশ, রুবেল পাল, সৈকত বোস, প্রভাষ দাশ, সাগর দাশ, সুকান্ত তালুকদার জুয়েল, রয়েল কুমার পাল, স্মৃতি দে প্রিয়া, পান্না দাস, ডলি দাস, অপু দাস, অর্চনা দাস, মিনা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।