
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিকরা। কর্মসূচি পরিচালনা করেন সাংবাদিক জোহরুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন এসিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মুন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিউজ্জামাল রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদী হাসানসহ স্থানীয় সাংবাদিকরা।
আরও পড়ুনঃ চট্টগ্রাম প্রতিদিনের নিবন্ধন বাতিল ও আয়ান শর্মার গ্রেপ্তার দাবি সনাতন সমাজ ও চট্টলাবাসীর
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনাটি ভিডিও করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান।
তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হলেও আজ তারাই হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছেন। আর কোনো সাংবাদিক যেন জীবন দিতে না হয়, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।