spot_img

― Advertisement ―

spot_img

সাংবাদিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন...
প্রচ্ছদসারা বাংলাবিভাজনের রাজনীতির কারণেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনিঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

বিভাজনের রাজনীতির কারণেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনিঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত এক বছরের প্রাপ্তি বিশ্লেষণ করলে দেখা যায়, বিভাজনের রাজনীতির কারণেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, শহীদদের রক্তদান বৃথা যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে।”

শনিবার(৯ আগস্ট) রাতে নগরীর লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্নমত নিরসনে আলোচনার প্রয়োজন। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়ে বরং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছর মানুষ গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যতা, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতোই আজকের এই গণঅভ্যুত্থান দিবস সেই সংগ্রামের প্রতীক।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর ৫৫ বছরেও আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। জুলাই আন্দোলনের শহীদরা তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। গত ১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামসহ গণতন্ত্রকামী অনেক দলের নেতাকর্মীরা রাজপথে প্রাণ দিয়েছেন, বছরের পর বছর কারাবরণ করেছেন।”

আরও পড়ুনঃ সাংবাদিক হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সন্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মো. জানে আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা এবং আওয়ামী দুঃশাসন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বক্তব্য রাখেন আইইবি’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মন্জুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভীর উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের সন্মানী সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডা. একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সহ সন্মানী সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ আরও অনেকে।