spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্বে সাইফুল–মঞ্জুরুল–জাহাঙ্গীর

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো. সাইফুল...
প্রচ্ছদসারা বাংলাসাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রেসক্লাব নালিতাবাড়ীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন। বক্তব্য দেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সদস্য হারুন অর রশিদ, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ারসহ অনেকে।

বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের ওপর যেকোনো হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

আরও পড়ুনঃ বিভাজনের রাজনীতির কারণেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনিঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

তারা আরও বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে লেখালিখির কারণে যদি সাংবাদিকদের জীবন দিতে হয়, তাহলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তাই দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের নৃশংস ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

কর্মসূচিতে নালিতাবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।