মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপির গুরুত্বপূর্ণ সম্মেলনের মঞ্চে আওয়ামী লীগের প্রচারণামূলক মঞ্চে গান গাওয়ার দীর্ঘ ইতিহাস থাকা কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষারের গান পরিবেশন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে।
বক্তারা অভিযোগ করে বলেন, “গৌরব হোসেন তুষার সাবেক ছাত্রলীগ কর্মী ও সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বোন জামাই। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন, নৌকা মার্কায় ভোট চেয়েছেন এবং আওয়ামীপন্থী কনটেন্ট ছড়িয়ে দিয়েছেন। এমন একজনকে বিএনপির সম্মেলনের সাংস্কৃতিক মঞ্চে আনা দলের জন্য বিব্রতকর।”
তারা আরও বলেন, “রাজশাহীতে কণ্ঠশিল্পীর অভাব নেই। অথচ আওয়ামী লীগের প্রচারক দিয়ে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান করানো তৃণমূলের রক্ত ও ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”
সমালোচকরা ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, “বিপ্লবী জুলাইয়ের ঘাতক এমপি পলকের বোন জামাই গৌরব আজ বিএনপির সম্মেলনে গান গাইছেন—এটা লজ্জাজনক।”
আরেকজন মন্তব্য করেন, “আওয়ামী লীগের সময় যারা কাজ করেছে, বিএনপির সময় তারাই কাজ করবে—এটাই বাস্তবতা।”
আরও পড়ুনঃ HEAT Project প্রকল্পে বিএনপি- জামায়াতপন্থী শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ
যোগাযোগ করা হলে গৌরব হোসেন তুষার বলেন, “আমি শিল্পী মানুষ। দাওয়াত পেয়েছি, পেমেন্ট পেয়েছি, অনুষ্ঠান করেছি। আমাকে যে পেমেন্ট দেবে, তার অনুষ্ঠানে গান গাইব।”
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। এ সময় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।