spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর-মোন্না পাড়ায় অভিযান চালিয়ে চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে পরিচালিত এই অভিযানে মোটরসাইকেলগুলো উদ্ধার হলেও অভিযুক্ত বাড়ির মালিক মোহাম্মদ আলী পলাতক রয়েছেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোমস্তাপুর উপজেলার দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। রাহাতের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ওই রাতেই তারাপুর-মোন্না পাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিভিন্ন কোম্পানি ও মডেলের ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ ভারতের মেঘালয়ে পাঁচ বাংলাদেশি আটক: আওয়ামী লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এর আগে গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হয় দুই মোটরসাইকেল চোর—দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মো. শিহাব (২১)। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমান্ডে নেয়। রিমান্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে রাহাতকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন ও পলাতক মোহাম্মদ আলী—চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।