
খান আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে লাবীব গ্রুপ।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। তিনি বলেন— “লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর শুধু সখীপুরের গর্ব নয়, তিনি সারা বাংলাদেশের গর্ব। তাঁর এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আলমগীর বলেন— “তোমরা এসএসসিতে ভালো ফলাফল করেছো, এখন এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আগামী দুই বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তোমরা অবশ্যই সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে।”
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
এক প্রধান শিক্ষক অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন— “দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল আমাদেরকে সম্মানিত করেছেন। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



