
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলাসহ আশপাশের জেলার অন্যতম বিনোদন কেন্দ্র আলতাফ মাস্টার ঘাট ভাঙনের মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘাটের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, “ভাঙনের কারণে ঘাট এলাকা এখন চরম ঝুঁকিতে। ইতোমধ্যে একাংশ মেঘনার পেটে তলিয়ে গেছে। জিওব্যাগের ডাম্পিং ধীরগতিতে চলছে, তাও সঠিকভাবে না করায় পাকা সড়কেও ফাটল ধরেছে। এতে ঘাট আগের অবস্থায় ফিরবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।”
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “আমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে প্রতিষ্ঠান গড়েছিলাম। রাজনৈতিক পটপরিবর্তন ও ভাঙনের কারণে সব হারিয়েছি। শুরুতেই সরকার ব্যবস্থা নিলে এ বিপদ হতো না। এখন টেকসই বাঁধ দিলেও আগের আমেজ ফিরবে না।”
আরও পড়ুনঃ আওয়ামী লীগের দোসরদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ সালাউদ্দিন বাবু
ভ্রমণপিপাসু নাহিদ ইসলাম বলেন, “অনেকের কাছে মাস্টার ঘাটের সুনাম শুনে এসেছিলাম। এসে দেখি ঘাটের বড় অংশ ভেঙে গেছে। দ্রুত টেকসই বাঁধ না দিলে বিনোদন কেন্দ্রটি অস্তিত্ব হারাবে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন, “আলতাফ মাস্টার ঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি কমাতে জরুরিভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি চাঁদপুরের হাইমচর থেকে আলতাফ মাস্টার ঘাট পর্যন্ত সাত কিলোমিটার নদীতীর ভাঙন রোধে প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে নদীতীরের বাসিন্দারা দীর্ঘমেয়াদি সুফল পাবেন।”