জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গারো সম্প্রদায়ের নারী নেত্রী বন্দনা চাম্বুগং প্রতারণা মামলার অভিযুক্ত হিসেবে পুলিশ হেফাজতে গেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেছেন, “প্রতারণা মামলার ভিত্তিতে ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংকে আটক করা হয়েছে। একই দিন বিকেলে তাকে শেরপুর আদালতে পাঠানো হবে।”
আরও পড়ুনঃ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে জরুরি টেন্ডার দাবি শিক্ষার্থীদের
পুলিশ জানায়, একই গ্রামের গারো নারী জীবিতা মারাক অভিযোগ করেছেন— তার ব্যাংক হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ করেছেন বন্দনা চাম্বুগং। বৃহস্পতিবার সকালে জীবিতা মারাক নালিতাবাড়ী থানায় একটি প্রতারণা মামলা করেন। অভিযোগের পরপরই দুপুরে উপজেলার বারোমারী বটতলা মিশন এলাকার নিজ বাড়ি থেকে বন্দনাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, বন্দনা চাম্বুগং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গারো সম্প্রদায়ের নারী নেত্রী হিসেবে পরিচিত।