
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের পক্ষে ও সনাতনীদের দাবী আদায়ের পক্ষে সবসময় পাশে থাকবে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি—এ কথা জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব সৌরভ প্রিয় পাল।
১৫ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “সনাতনীদের দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। তবে একই সঙ্গে আমরা নিশ্চিত করব, সনাতনীদের নিয়ে রাজনীতি করে যেন কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। কিছু স্বার্থান্বেষী হিন্দু নেতা সনাতনী সম্প্রদায়কে একটি দলের সেবাদাসে পরিণত করেছে। তারা আওয়ামী লীগ করে আবার হিন্দুদের ব্যানার ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশি-বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে সনাতনীদের ব্যবহার করতে চাইছে, কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।”
তিনি আরও জানান, সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে মহা জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
আরও পড়ুনঃ আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালিয়ে পালানো কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন র্যাবের হাতে গ্রেফতার
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—পলাশ চৌধুরী, সনজয় চক্রবর্তী মানিক, প্রশান্ত পান্ডে, দোলন দেব, বিপ্লব চৌধুরী বিল্লু, বাপ্পি দে, অর্জুন কুমার নাথ, অপু চৌধুরী আকাশ, দীপক চৌধুরী কালু, সুকান্ত তালুকদার, সুব্রত আইচ, মিটুন রবি দাশ, সৈকত বোস, মিঠুন বৈষ্ণব, রয়েল পাল, রনি দাশ, অরুপ দাশ, প্রভাস দাশসহ আরও অনেকে।
এসময় সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, দুর্গাপূজার তিন দিনের সরকারি ছুটি ঘোষণা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ, অর্পিত সম্পত্তি প্রত্যাপর্তন, মঠ-মন্দিরে হামলা প্রতিরোধ, সংখ্যালঘু নির্যাতনের সঠিক তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ।