spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচন: শিবিরের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে...
প্রচ্ছদসারা বাংলাশাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় গন্ডগ্রাম আদিকালী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গন্ডগ্রাম মন্দির চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আচানো মহন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

আরও পড়ুনঃ রাজশাহীতে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, পানির নিচে যৌথ অভিযান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহসভাপতি মঞ্জুরুল কাদের মন্টু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক পলাশ মহন্ত, স্বপন, নবীন, সনাতন, শ্যামলসহ উপজেলা ও পৌর এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এ আয়োজনে অংশ নেন।