মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ আপ বাংলাদেশ বগুড়া জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শহরের শেরপুর রোডস্থ টিয়া ইন গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক অলিউল হাসান শিমুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত।
এসময় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরও পড়ুনঃ শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
সভায় বক্তারা জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে এর চেতনা ধারণের আহ্বান জানান। তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপ বাংলাদেশ অল্প সময়েই সাধারণ মানুষের মনে স্থান করে নেবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।