spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচন: শিবিরের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় আলআমিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধে এলাকাবাসীর বিক্ষোভ

বগুড়ায় আলআমিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধে এলাকাবাসীর বিক্ষোভ

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলআমিন হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয়রা।

রবিবার (১৭ আগস্ট) সকালে ওমরদীঘি এলাকায় নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে শত শত গ্রামবাসী বিক্ষোভে অংশ নেন।

এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ প্রশাসন ম্যানেজ করে রাতভর জুয়া-মাদক, সংসার ভাঙছে একের পর এক পরিবারের

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আলআমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার পর থেকেই আসামিদের ধরতে অভিযান চলছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।