নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাভারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী সাভার বাজার বাসস্ট্যান্ড, মজিদপুর রোড ও অন্ধ মার্কেট এলাকায় জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন শিহাব উদ্দিন খানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ও ঢাকা জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “৩১ দফা কর্মসূচি হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশকে একটি টেকসই ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থার দিকে এগিয়ে নিতে এই রূপরেখার বাস্তবায়ন সময়ের দাবি।”
আরও পড়ুনঃ বগুড়ায় আলআমিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধে এলাকাবাসীর বিক্ষোভ
এই সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির মূল বিষয়বস্তু তুলে ধরা হয় এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করা হয়।