
মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জাগুলী নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসায় একটি ফ্রিজ উপহার দেওয়া হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে ফ্রিজটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
তিনি বলেন, “শিক্ষা ও মানবকল্যাণে ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ছাত্রশিবির কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; তারা শিক্ষা, দাওয়াত ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট। আজকের এই ফ্রিজ উপহার সেই ধারাবাহিকতার অংশ।”
তিনি আরও বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে হলে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মাদ্রাসাগুলো আমাদের প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলছে। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ভালো পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।”
আরও পড়ুনঃ ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।
এছাড়া রামেশ্বরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির গাবতলী থানা সভাপতি হাবিবুল্লাহ, সেক্রেটারি শিহাব হোসেন, রামেশ্বরপুর ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ সমাজে শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।