মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর রেদোয়ান নামের এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর-চতল বিলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান সদরপুর উপজেলার সাড়ে সাতরশি এলাকার বাসিন্দা এবং গাজীপুরের একটি বেসরকারি কলেজের বি.এস.সি. বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রেদোয়ান মোটরসাইকেল ও একটি আইফোনসহ নিখোঁজ হন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫৪৯) করেন।
আরও পড়ুনঃ শিক্ষা ও মানবকল্যাণে কাজ করছে ইসলামী ছাত্রশিবিরঃ গোলাম রব্বানী
রবিবার বিকেলে স্থানীয়রা বিলের ভেতর একটি পচাগলা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহটি রেদোয়ানের বলে শনাক্ত করেন।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রবিবার সন্ধ্যায় ভাঙ্গা থানা এলাকার চাড়াইলদিয়া গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত তথ্য জানা সম্ভব হবে।