spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাপাঁচবিবিতে সাড়ে ৯ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ সার জব্দ, পলাতক গুদাম মালিক

পাঁচবিবিতে সাড়ে ৯ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ সার জব্দ, পলাতক গুদাম মালিক

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাচারের সময় ৯ হাজার ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকায় ‘সবুজ কৃষি ভাণ্ডার’ নামের একটি গুদামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা যায়, গুদামের মালিক বিষ্ণু পদ দাস নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারে অবৈধভাবে এসব সার সরবরাহের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় একটি ভ্যান থেকে ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে ওই গুদামে অভিযান চালিয়ে আরও ৭০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “২০২২ সালে প্যাকেজিং করা এসব সার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এগুলো অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। জব্দ করা সব সার থানায় জমা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর দখলে জনসাধারণের রাস্তা, এলাকাবাসীর দুর্ভোগ চরমে

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন বলেন, “জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে অভিযুক্ত মালিককে এখনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”