spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসিএমপির পাঁচলাইশে ৫০ লক্ষাধিক টাকার ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ গ্রেফতার ২

সিএমপির পাঁচলাইশে ৫০ লক্ষাধিক টাকার ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ গ্রেফতার ২

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করে। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়— ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Manufactured by Elite Corporation) যার মূল্য ৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) যার বাজারমূল্য ২৭ লাখ ৪৮ হাজার টাকা।

আরও আছে, ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation) যার মূল্য ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

আরও পড়ুনঃ তিতুমীর কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের মতবিনিময় সভা মঙ্গলবার

সব মিলিয়ে উদ্ধারকৃত অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির পাশাপাশি আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।