
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ অবিরাম বৃষ্টির ঝরনা উপেক্ষা করে রাজশাহীতে জাঁকজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলি, যুগ্ম আহ্বায়ক মেরাজ উদ্দিন রতন, মেহেদী হাসান পলাশ, ফয়সাল ঋত্বিক, তারেক, রাহাদ, পলাশ, রানা, তানভীর খান্দকার এবং সদস্য সুজন, মনি, সোহাগ, বাদল, শিমুল, সাহিদ, রিমনসহ প্রায় ৫০০ নেতাকর্মী। প্রবল বর্ষণেও তারা হাত উঁচিয়ে স্লোগান দেন এবং রানীবাজার হয়ে মহিলা কলেজ রোডে পৌঁছান।
পরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের নেতৃত্বে আরও একটি বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
আহ্বায়ক মীর তারেক খালেক বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটা নতুন আন্দোলনের শপথ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে।”
আরও পড়ুনঃ সিএমপির পাঁচলাইশে ৫০ লক্ষাধিক টাকার ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ গ্রেফতার ২
সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় আমরা আবারো প্রমাণ করেছি—স্বেচ্ছাসেবক দল কোনো দমনপীড়ন বা বাধায় দমে যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পতাকা উঁচিয়ে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাবো।”
বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গুম-খুন, দুর্নীতি ও মাদক ছড়িয়ে পড়ায় দেশের মানুষ আজ অসহায়। এসব থেকে জনগণকে রক্ষা করাই হবে স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘শুভ শুভ দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন’ স্লোগানে রাজশাহীর রাজপথ মুখরিত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।