spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ করা এ ছয়জন বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা গত দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন।

এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “ছয় ভারতীয় নাগরিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ বাংলার আকাশে আবারো কালো মেঘ উঁকি দিচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবেঃ ইয়াসিন আলী

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী-শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ পরিচয়ে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জে এসে গোপনে বসবাস শুরু করেন। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করে।

আটক ভারতীয়দের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। তারা হলেন—মো. দানেশ (২৮), মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬)।