spot_img

― Advertisement ―

spot_img

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)।...
প্রচ্ছদসারা বাংলাশাজাহানপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

শাজাহানপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শাজাহানপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ। সঞ্চালনা করেন শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েম।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ রাফি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে। প্রধান আলোচক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। নৈতিক শিক্ষা ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শ শিক্ষার্থীদের পাশে থেকেছে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয় ঘটিয়েই আলোকিত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, যুব সমাজকে মেধা ও মননের চর্চায় উৎসাহিত করতে হবে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম তাকী, তালিবুল হাবিব, রাকিবুল ইসলাম রবিন, লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পূর্ব শাখার সভাপতি শাকিরুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ প্রমুখ।

সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।