spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাবরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের সর্বোচ্চ শাস্তির রায় দ্রুত কার্যকর এবং মানবাধিকার কর্মীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, আসক ফেডারেশন এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সুশীল সমাজের সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, পরিচালক (ব্যবস্থাপনা) মোঃ সোহেল মিয়া, দুর্নীতি দমন আইনী সহায়তা কেন্দ্র (একলাক)-এর নির্বাহী পরিচালক জামাল চৌধুরী বিপ্লব এবং এয়ার মোহাম্মদ খোকন।

বক্তারা বলেন, খুনি ওসি প্রদীপ কুমার দাশ দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতনসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। আদালত প্রদত্ত তার ফাঁসির রায় দ্রুত কার্যকর করা না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্পূর্ণ থেকে যাবে।

আরও পড়ুনঃ জাবিতে “রান ফর জুলাই” ম্যারাথন

এছাড়া মানবাধিকার কর্মী কে এম আলী আকবরের নামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বোন কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা ও তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে মানবাধিকার আন্দোলন ব্যাহত করার সুস্পষ্ট চক্রান্ত হিসেবে অভিহিত করা হয়।

বক্তারা বলেন, একজন মানবাধিকার কর্মীর প্রতি এ ধরনের প্রকাশ্য হুমকি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত। অবিলম্বে হুমকিদাতাকে সনাক্ত করে গ্রেপ্তার না করলে মানবাধিকার রক্ষার আন্দোলন আরও ঝুঁকির মুখে পড়বে।

মানববন্ধনে মানবাধিকার কর্মী নাছির উদ্দিন মোল্লা, কোহিনূর আক্তার কাজল, মুন্নী, আলতাজ বেগম, মোঃ রুবেল, বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।