
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ভাটরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়ে মোঃ আবু হান্নান লাভলু বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুন্নবী আনারস প্রতীকে পান ১৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সুফিয়ান বই প্রতীকে ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজমুল হাসান লিটন দেওয়াল ঘড়ি প্রতীকে পান ১৮৩ ভোট।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে ২৩৯ ভোট পেয়ে মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন পাল নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন মাছ প্রতীকে পান ১৯৭ ভোট।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন জিএস। সার্বিক তত্ত্বাবধান করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান লিংকন।
আরও পড়ুনঃ চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান সিএমইউজে ও প্রেসক্লাব নেতৃবৃন্দ
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম।
আরও ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক খোরশেদ রব্বানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।