মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এবং চট্টগ্রামের অন্যতম সুপরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও ডি জি এম মো. আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস-চেয়ারম্যান ইসমাইল ইমন। এ সময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. নুরুন্নবী, সহকারী ম্যানেজার মো. শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল (সিআইপি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
আরও পড়ুনঃ রামগঞ্জে ভাটরা ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসাইন আল মাসুদ, আলহাজ মো. সৈয়দ, মো. ফিরোজ, কমর উদ্দিন, আলী মো. জিয়া, মো. জসীম কুসুমপুরী, আবুল কালাম চৌধুরী, হাজী আবুল কাসেম, খালেদ হাসান রুবেল প্রমুখ।