spot_img

― Advertisement ―

spot_img

বন্দর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দর থানাধীন ওয়াসীল চৌধুরীর বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ...
প্রচ্ছদসারা বাংলাবাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামে মানববন্ধন

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামে মানববন্ধন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শিহাবুল ইসলাম ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি উজ্জ্বল আহমেদ, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ সিরাজ, মোঃ জয়নাল আবেদীন, আওলাদ হোসেন, উত্তম কুমার ও মোঃ মামুন।

বক্তারা তাদের লিখিত বক্তব্যে বলেন, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প ভিত্তিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। ঠিকাদার প্রথা বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই কাজে ভিন্ন সুবিধা দেওয়া যাবে না; সকলকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।

আরও পড়ুনঃ নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

তারা আরও বলেন, নতুন টেন্ডার বা চুক্তির অজুহাতে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা যাবে না। সকল বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং প্রতি মাসের বেতনভাতা পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে এবং ছুটির দিন বা অতিরিক্ত সময়ে কাজ করালে বাড়তি পারিশ্রমিক প্রদানের বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কর্ম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।