
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দর থানাধীন ওয়াসীল চৌধুরীর বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। মৃত আবুল কাশেমের সন্তান নুর মোহাম্মদ চৌধুরী ও তার বোন বিবি ফাতেমা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে আয়েশা বেগম নামে এক অসহায় নারী তার জমিতে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ করেন।
ঘটনার পর পুলিশের সহযোগিতা চেয়ে ভুক্তভোগী আয়েশা বেগম গত ১৮ আগস্ট সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। একই অভিযোগ বন্দর থানার অফিসার ইনচার্জের কাছেও দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর বন্দর থানা পুলিশ সরেজমিনে গিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। বন্দর থানার উপপরিদর্শক আসাদুল হকও কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে স্থানীয়রা জানান, পুলিশি নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
ভুক্তভোগী আয়েশা বেগম বলেন, “যেখানে ভবন নির্মাণ করা হচ্ছে সেখানে আমার জমি রয়েছে। তারা আমাকে জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভবন নির্মাণ করছে। আদালত উক্ত জায়গায় নিষেধাজ্ঞা দিলেও সেটি অমান্য করে নির্মাণকাজ চালানো হচ্ছে। এমনকি পুলিশও নিষেধ করলেও তারা শোনেনি।”
আরও পড়ুনঃ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামে মানববন্ধন
অভিযোগ প্রসঙ্গে নুর মোহাম্মদ চৌধুরী বলেন, “অভিযোগকারী আমার বোন। সে জায়গা অবশ্যই পাবে। আরও খালি জায়গা আছে, ওখান থেকে নিতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমরা স্থানীয় থানা পুলিশকে বুঝিয়ে বলেছি, এরপর পুলিশ সরে যায়।”
এ বিষয়ে বন্দর থানার এসআই আসাদুল হক জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আদালতের নির্দেশ মানতে বলা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”