spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ছাত্রদল নেতা আশিক মাহমুদ ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ছাত্রদল নেতা আশিক মাহমুদ ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব–১৪। তাঁর কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় আশিক মাহমুদকে আটক করে র‌্যাব। পরে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “র‌্যাব কর্তৃক আটক হওয়া আশিক মাহমুদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ ইবি জিয়া পরিষদের চালকদের মাঝে রেইনকোট বিতরণ

অন্যদিকে, এ ঘটনার পরপরই জেলা ছাত্রদল আশিক মাহমুদকে দল থেকে বহিষ্কার করেছে। সোমবার বিকেলে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ বাবু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশিক মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।