মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়ক সম্প্রসারণ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যানজট এড়ানো ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ বন্দর, নৌবাহিনী, বিমানবাহিনী, মেঘনা পেট্রোলিয়াম, চট্টগ্রাম ড্রাই ডক, সিটি গ্রুপ, সিডিডিএল, রেলওয়ে, চট্টগ্রাম বোট ক্লাব ও এসএওসিএল-এর প্রতিনিধিবৃন্দ।
সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অধিকাংশ পণ্য বন্দরকেন্দ্রিকভাবে পরিবহন হয়। আগামীতে যানবাহন ও মালামালের চাপ আরও বাড়বে। তাই বর্তমান অবকাঠামো যথেষ্ট নয়। তবে সড়ক উন্নয়নের সময় শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ জড়িত।”
আরও পড়ুনঃ রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন
তিনি আরও জানান, রুবি সিমেস্ট থেকে ড্রাই ডক পর্যন্ত চার লেইনে প্রশস্ত করার উদ্যোগ ২০১৭ সালে নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এখন সময়ের পরিবর্তনে সড়কটির গুরুত্ব বহুগুণ বেড়েছে।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এই সড়কে প্রতিদিন পদ্মা, মেঘনা, যমুনা অয়েলের ট্রেন চলাচল করে। এর ফলে সড়কে যানজট লেগেই থাকে। তাই রেললাইনের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার গতি বাড়বে এবং সমস্যার কার্যকর সমাধান হবে।
মেয়র ডা. শাহাদাত জানান, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞ প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “চট্টগ্রামকে আধুনিক ও বাসযোগ্য নগরী করতে শুধু সিটি কর্পোরেশন এককভাবে নয়, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সকলে মিলে একসঙ্গে কাজ করলেই চট্টগ্রামকে এগিয়ে নেওয়া সম্ভব।”