
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে কর্তব্যরত অবস্থায় নিজের পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।
গত বুধবার (২৭ আগস্ট) রাত ১১টা ৮ মিনিটের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ এসআইয়ের নাম ওয়ারেস আলী (৫০)। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ওয়ারেস আলী কনস্টেবল থেকে ধাপে ধাপে এএসআই এবং পরে এসআই পদে উন্নীত হয়েছেন। অভিজ্ঞ কর্মকর্তা হয়েও দুর্ভাগ্যজনকভাবে তার সরকারি পিস্তল থেকে গুলি ছুটে যায়। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরে আঘাত করে এক পাশ দিয়ে বেরিয়ে যায়।
আরও পড়ুনঃ ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে মানবতার দৃষ্টান্ত ইন্টার্ন চিকিৎসক শীর্ষ
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, “ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলের ফায়ারিং পিনে সমস্যা ছিল। তিনি সেটি ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে যায়। ভাগ্য ভালো, গুলি পায়ের ওপর দিয়ে বেরিয়ে গেছে, বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, “এসআই ওয়ারেস আলী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।”
ঘটনাটি নিয়ে পুলিশ বিভাগে ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।