spot_img

― Advertisement ―

spot_img

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে রূপ দিয়েছেন: তোফাজ্জল হোসেন তপু

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক ও যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর...
প্রচ্ছদসারা বাংলাখালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে রূপ দিয়েছেন: তোফাজ্জল হোসেন তপু

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে রূপ দিয়েছেন: তোফাজ্জল হোসেন তপু

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক ও যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এই দলকে প্রকৃত অর্থে জনগণের দলে পরিণত করেছেন তাঁর সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া— এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অংশ নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তোফাজ্জল হোসেন তপু বলেন, “বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন জনগণকে শোষণ করেছে। তাকে বিতাড়িত করতে বিএনপি টানা ১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমেই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময়। আর তা সম্ভব হবে নির্বাচনের মাধ্যমেই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ার জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এগুলো বাস্তবায়িত হলে অতিরিক্ত সংস্কারের প্রয়োজন নেই। তাই সংস্কারের নামে অগণতান্ত্রিক শাসন জিইয়ে রাখারও কোনো কারণ নেই।”

আলোচনা সভা শেষে তিনি জনগণকে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবং র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিটি আলুপট্টি থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে বাটারমোড়ে গিয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এদেশে গণতন্ত্র ফিরবে: আমীর খসরু

সভায় জেলা বিএনপির সদস্য তাজমূলতান টুটুল, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন সরকার টিটু সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি জাহান পান্না, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, রাজশাহীর সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দোলা, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: শরিফুল হক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাবেক মেয়র আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রশিদ এবং রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্তর।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।