
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ২০ দিন পর কিশোরী (১৪) ধর্ষণ মামলার প্রধান আসামি জয় কুড়ি (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সকাল ১১টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এ নিয়ে গত ১৫ আগস্ট ভুক্তভোগী কিশোরীর বাবা মনির হোসেন জয় কুড়িসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ১৪ আগস্ট জয় কুড়ি কিশোরীকে বাসার সামনে থেকে তুলে নিয়ে যায়। প্রথমে কক্সবাজারে তিন দিন আটক রাখে, এরপর লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় চার দিন আটকে রেখে বিয়ের প্রলোভন দেখায়। একপর্যায়ে কিশোরী চিৎকার শুরু করলে তাকে রায়পুরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে পালিয়ে যায় জয় কুড়ি।
স্থানীয়রা জানান, জয় কুড়ি দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার আড়ালে মাদক সেবন এবং তরুণী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলার মতো কাজে জড়িয়ে পড়েছিল। এর আগেও এলাকায় তার নানা অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠেছিল।
অভিযুক্ত জয় কুড়ি পুলিশের কাছে দাবি করেছে, কিশোরীর সঙ্গে তার সম্পর্ক ছিল সম্মতিপূর্ণ। তবে ভুক্তভোগীর পরিবার তার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।
আরও পড়ুনঃ ঢাকা-১৯এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুণ্যের প্রতীক ব্যারিস্টার শিহাব
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, “ধর্ষণের ঘটনায় জয় কুড়িসহ তার ভাই ও মা-বাবাকে আসামি করা হয়েছে। মূল আসামি জয় কুড়িকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এদিকে কিশোরীর ন্যায়বিচারের দাবিতে গত দুই দিন ধরে স্থানীয় সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। জয় কুড়ির গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।