
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি ও উৎসবমুখর আয়োজনে পালন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা সদর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে দলের নেতাকর্মীরা র্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভায় অংশ নেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয় এবং গণতন্ত্র ও ন্যায্যতার সংগ্রামে দলের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।
চেয়ারম্যান সড়কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর সমর্থনে এক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, শহর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম তালুকদার রিপন এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।
পৌর শহরের মধ্যবাজারে কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী দুলাল চৌধুরীর সমর্থনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম এক আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এ সভায় তরুণ নেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, যেখানে তারা বিএনপির প্রতিষ্ঠিত আদর্শ ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি জয় কুড়ি গ্রেপ্তার
শহীদ মিনারে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আরও একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য বজায় রেখে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া আড়াই আনী বাজারে ইলিয়াস খানের সমর্থনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে এবং পৌর শহরে সম্ভাব্য এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে পৃথক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে তরুণ নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
নেতৃবৃন্দ জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দলের শক্তি ও ঐক্যকে আরও সুসংহত করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিএনপি গণতন্ত্র, ন্যায্যতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচলভাবে কাজ করবে এবং দেশের প্রতিটি স্তরে সাধারণ মানুষের পাশে থাকবে।