
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর আগমনকে ঘিরে সরফভাটা ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ মুন্সি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের মানববন্ধন
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাঃ আইয়ুব, সাধারণ সম্পাদক করিম চৌধুরী, সৈয়দ নূর সওদাগর, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আবসার মেম্বার, আহমদ ছবি, জসিম উদ্দিন, ইসমাইল, রফিক, জাহাঙ্গীর আলম, ইউসুফ মোল্লা, বাবুল, আয়ুব খান, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেকার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম জনি, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাঃ ইউনুসসহ ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, “বীর চট্টলার গর্ব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি হুম্মাম কাদের চৌধুরীর আগমনে এলাকাজুড়ে আনন্দের জোয়ার সৃষ্টি হবে। তিনি রাঙ্গুনিয়ার তরুণদের আইডল এবং নির্যাতিত পরিবারের গর্বিত প্রতিনিধি। তাঁর উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।”