মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহীন আফ্রিদি।
অভিযোগ সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন তুফান দীর্ঘদিন ধরে শাহীনের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। শাহীন টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে ইউনিয়নের বৌবাজার এলাকায় মোশারফ হোসেনের চায়ের দোকানে তুফান তার সহযোগীদের নিয়ে শাহীনের ওপর হামলা চালান। এসময় শাহীনকে মারধর করে তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। পাশাপাশি তাকে ফাঁসানোর জন্য পকেটে গাঁজা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় শাহীন আফ্রিদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন তুফানসহ একই ইউনিয়নের তামিম, হাবিব ও রাব্বি হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শাহীন আফ্রিদি জানান, “আমি শাহাদাত হোসেন সেলিমের প্রোগ্রামে যোগ দেওয়াকে কেন্দ্র করে তুফান আমাকে হুমকি দিয়ে আসছিল। কয়েক দিন ধরে ৩০ হাজার টাকা চাঁদা চাইছিল। টাকা না দেওয়ায় সোমবার রাতে দলবল নিয়ে হামলা করে আমাকে আহত করে এবং গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা করে।”
আরও পড়ুনঃ ইবির আজিজ হলে লাইব্রেরি-রিডিং রুম উদ্বোধন
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন তুফান বলেন, “আমরা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি। সোমবার রাতে শাহীনকে গাঁজাসহ হাতে নাতে আটক করি। এসময় সে উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা করে। হাতাহাতির ঘটনায় আমিও আহত হয়েছি। টাকা নেওয়া বা চাঁদা দাবি করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।”
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন জানান, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”