
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় তিন বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০১/৫৯-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— মোঃ শামিম হোসেন (২৭), পিতা: মোঃ এমতাজুল, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর; শ্রী পলাশ কর্মকার (২৩), পিতা: সঞ্জয় কর্মকার, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর এবং মোঃ মিজানুর রহমান (২৩), পিতা: মোঃ ছাত্তার, গ্রাম: শিবনারায়নপুর, থানা: শিবগঞ্জ।
আরও পড়ুনঃ সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র্যাবের হাতে গ্রেফতার
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে পাড়ি জমায়। ফেরার সময় বিজিবি তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩টি বাটন মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রূপি জব্দ করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।