
ইসমাইল ইমন, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার বিমানবন্দর আবাসিক এলাকায় আওয়ামী নৈরাজ্য ও ফ্যাসিবাদী তাণ্ডবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আবাসিক এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা এ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। এতে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক জুলহাস ভূইয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও বিমানবন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ।
এ সময় মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা সিভিল এভিয়েশন আবাসিক কেন্দ্রীয় মসজিদ, আমবাগান মসজিদ, টিন সেট মসজিদ, আওলার বাজার জামে মসজিদ এবং পশ্চিমপাড়া শামসুল উলুম জামে মসজিদ এলাকায় প্রতিরোধ গড়ে তুলে আওয়ামী সংগঠনের মিছিল ব্যর্থ করে দেন।
পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার গুম, খুন, গায়েবি মামলা ও রিমান্ডের মাধ্যমে নির্যাতন চালিয়েছে। তারা বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনা ঘটানো হয়েছে, যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়।
আরও পড়ুনঃ ফরিদপুরে শিশুর গলাকাটা মরদেহ ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, ভারতের আশ্রয়ে থাকা পলাতক খুনি হাসিনা যদি বিদেশ থেকে আবারও নৈরাজ্য সৃষ্টির নির্দেশ দেন এবং দেশে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা তা বাস্তবায়নের চেষ্টা করে, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
সমাবেশে আগামীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে যে কোনো কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রানা হোসেন সোহেল, এস এম শিশির, শফিকুল ইসলাম সবুজ, ফিরোজ হোসেন শিপু, আবির আসলাম ও শামীম ভূঁইয়া প্রমুখ।