
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ক্রীড়া সংগঠক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এনামুল আহসান রুবেল।
দীর্ঘদিন ধরে তিনি রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুনঃ ইউজিসি’র গবেষণা কার্যক্রমে নির্বাচিত ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী
বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রামগঞ্জ ও লক্ষ্মীপুরের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন, রুবেলের নেতৃত্বে রামগঞ্জসহ পুরো লক্ষ্মীপুর জেলার খেলাধুলায় নতুন গতি সঞ্চারিত হবে এবং স্থানীয় ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ আরও প্রসারিত হবে।