
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেমের সূত্র ধরে বিয়ে করার অপরাধে নাঈম হোসাইন পিয়াল (২৩) নামের এক যুবককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর (হাসেম ডাক্তারের বাড়ি) এলাকার মো. ছলেমানের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাইছা (১৬), নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের কাইয়ার বাড়ির মৃত আবুল খায়ের ওরফে লেদার ছেলে নাঈম হোসাইন পিয়ালের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এর ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর প্রেমিক পিয়াল রাইছাকে নিয়ে পালিয়ে যায় এবং স্থানীয় কাজি অফিসে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিয়ে সম্পন্ন করে।
আরও পড়ুনঃ রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
এ ঘটনায় রাইছার মা আমেনা বেগম ১৩ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আ. বারীর নেতৃত্বে এসআই সাব্বির হোসেন সোনাইমুড়ী থানা পুলিশের সহায়তায় সোনাইমুড়ী কলেজের সামনে থেকে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাইছার মা আমেনা বেগম আবারও রামগঞ্জ থানায় ধর্ষণ মামলা (নং-১৪, তারিখ-২৫/৯) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ প্রেমিক পিয়ালকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠিয়েছে।