spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সাবেক সভাপতির

নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন: প্রকাশিত সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সাবেক সভাপতির

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সাবেক সভাপতি আবু নাঈম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

আবু নাঈম অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে সমিতির টাকা আত্মসাৎ ও পালিয়ে থাকার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং সভাপতি থাকাকালীন সময়ে সাধারণ সম্পাদক মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক কৌশলে গ্রাহকের টাকা তুলে আত্মসাৎ করেন।

আরও পড়ুনঃ খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: ইউপিডিএফের প্ররোচনায় অস্থিতিশীলতা

তিনি জানান, বিষয়টি টের পেয়ে তিনি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেও এমদাদুল হক মেহেদীর সহায়তায় এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গ্রাহকের চাপে পড়ে তিনি ২০২৩ সালে শেরপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এমদাদুল হকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। বর্তমানে মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

সংবাদ সম্মেলনে আবু নাঈম আরও অভিযোগ করেন, মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অভিযুক্তরা এখন তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করাচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে শেরপুর জেলা সমবায় দপ্তর থেকে নিবন্ধন নিয়ে আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম শুরু হয়। তবে পরবর্তীতে অডিটে মূলধন ঘাটতি ধরা পড়ায় এবং সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় সমবায় দপ্তর সমিতির নিবন্ধন বাতিল করে।