

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের সজিব হোসেন (২৫) নামের এক রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, পরিবারের দুঃখ ঘোচাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। সেখানে তিনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের আর রাশেদ মলে কাজ করার সময় হঠাৎ পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ রাজশাহীতে মানববন্ধনে প্রকৌশলী হারুনের অপসারণ দাবি
সজিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, পরিশ্রমী ও স্বপ্নবাজ সজিব পরিবারের একমাত্র ভরসা ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা আশরাফ আলী ও চাচাতো ভাই মো. সুমন হোসেন।