জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষ ‘মেঘমালা’-তে আয়োজিত এ কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
শেরপুর জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম।
বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচির মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান শুরু হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে চলাচলের রাস্তায় টিনের বেড়া: বিপাকে ৩০পরিবার
উল্লেখ্য, এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য জন্মনিবন্ধন সনদের (১৭ ডিজিট) মাধ্যমে www.vaxepi.gov.bd
ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
কর্মশালায় নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।