spot_img

― Advertisement ―

spot_img

গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত...
প্রচ্ছদসারা বাংলাগাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা গেইটের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা উবায়দুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের দায়িত্বশীল মাওলানা মাহদি হাসান সিদ্দিকী। এতে বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মুফতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরী, মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “গাজীপুরে ১৩ বছরের মাদ্রাসাছাত্রীকে টানা তিন দিন ধরে পাশবিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা মানবতাকে কলঙ্কিত করেছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুমার দাস ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ডের দাবি জানাই।”

তারা আরও বলেন, “নারীর মর্যাদা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এমন ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।”

আরও পড়ুনঃ সাজিদের খুনিদের বের করতে না পারা ইন্টেরিমের ব্যর্থতা: ইবি ছাত্রশিবির সভাপতি

বিক্ষোভে বক্তব্য রাখেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সজল চন্দ্র দাসও। তিনি বলেন, “আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। অপরাধীর কোনো ধর্ম নেই—ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিত।”

কর্মসূচি শেষে দোয়া পরিচালনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান, যিনি ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।