

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রশিবিরকে ইতিহাসের বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে কোনঠাসা করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, “যুগে যুগে শিবিরকে যতবার চাপে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, শিবির ততবার নতুনত্ব, সৃজনশীলতা ও সংগঠনের দক্ষতা বাড়িয়ে সামনে এগিয়ে এসেছে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) বগুড়া শহরের একটি অডিটরিয়ামে বগুড়া অঞ্চলের বাছাইকৃত সাথী শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া অঞ্চলের পাঁচটি জেলার আটটি শাখা থেকে বাছাইকৃত দুই শতাধিক সাথী নিয়ে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মু. রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা আরও বলেন, “ছাত্রশিবির বৃহত্তর স্বার্থে দেশের যেকোন সংকটে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করেছে। একটি আদর্শকে বুকে ধারণ করে যেসব তরুণ এগিয়ে চলছে—তাদেরকে ভয় দেখিয়ে, দমন–পীড়ন চালিয়ে থামানো যায় না। সত্য ও আদর্শকে ধারণ করলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না।”
আরও পড়ুনঃ শোকের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই না–ফেরার দেশে আশিক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং সাবেক দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।
তরুণ সাথীদের উদ্দেশে বক্তারা বলেন, দেশের মূল্যবোধ, নৈতিকতা ও সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে হলে নিজেদের দক্ষতা, জ্ঞান ও চরিত্রে আরও উন্নত হতে হবে। সংগঠনের আদর্শিক শিক্ষা মননশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা।
পুরো শিবিরজুড়ে ছিল পাঠচর্চা, আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম।