spot_img

― Advertisement ―

spot_img

ফ্যাসিবাদী ধারার রাজনীতির কবর ৫ আগস্ট হয়ে গেছেঃ জাহিদুল ইসলাম

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ “বন্ধুপ্রতিম রাজনৈতিক সংগঠনগুলো কুরআন কম্পিটিশনের মতো ইতিবাচক কার্যক্রম পরিচালনা করছে। জুলাই–আগস্টের পর আমাদের কার্যক্রমই প্রমাণ দেবে যে ফ্যাসিবাদী ধারার রাজনীতির...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন: জোরপূর্বক জমি দখল ও ফাঁকা স্ট্যাম্পে সই

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন: জোরপূর্বক জমি দখল ও ফাঁকা স্ট্যাম্পে সই

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি বাটোয়ারা মামলা করার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং জোরপূর্বক বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শামসুজ্জোহা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক।

সংবাদ সম্মেলনে আশরাফুল হক বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। আমাদের আর.এস দাগ নং ১৩১৯, ১৩৪৭, ১৩৪৮ ও ১৩৪৯-এর মোট ০.২২৯৪ একর জমি নিয়ে শামসুজ্জোহা, সজীবসহ তাদের বাহিনী দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছে। এর প্রেক্ষিতে ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে আমি একটি বাটোয়ারা মামলা দায়ের করি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শামসুজ্জোহা ও তার সহযোগীরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়।”

তিনি আরও জানান, “চলতি বছরের ১৬ অক্টোবর সকালে পরিকল্পিতভাবে আমার বাড়ির সামনে অটোভ্যান আটকিয়ে আমাকে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করতে বাধ্য করা হয়। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করতে চাপ প্রয়োগ করছে। এর পর থেকে আমি পরিবারসহ আত্মীয়-স্বজনের বাড়িতে নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছি। বিষয়টি থানায় জানানো হলেও পুলিশ মামলা নেয়নি, ফলে আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

আরও পড়ুনঃ নকলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কৃষি কর্মকর্তাদের কলম বিরতি

ভুক্তভোগী আশরাফুল হক আরও বলেন, “এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু প্রভাবশালী মহল আমাদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

অন্যদিকে, অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত শামসুজ্জোহা’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”