spot_img

― Advertisement ―

spot_img

মেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজার নিচ থেকে টাইমার বোমা সদৃশ একটি রহস্যজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার...
প্রচ্ছদসারা বাংলামেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজার নিচ থেকে টাইমার বোমা সদৃশ একটি রহস্যজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল বিশেষ অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করে।

সেনা সদস্যরা জানান, সন্দেহজনক হাতবদলের একটি দৃশ্য লক্ষ্য করেই অভিযান চালানো হয়। এ সময় ব্রিজের নিচে একটি প্যাকেট পড়ে থাকতে দেখে কাছে গেলে তা বোমার মতো মনে হওয়ায় দ্রুত দাউদকান্দি মডেল থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে। তবে বোম নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেনাবাহিনী বস্তুর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে সেটিকে সুরক্ষিত করে রাখে।

ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা সেতুর নিচে এ ধরনের বিস্ফোরক সদৃশ বস্তু রেখে গেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ সাজিদের হত্যার বিচার দাবি: শিক্ষকদের সংহতি

দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়সাল তানভীর এবং দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আব্দুল হালিম বলেন, বস্তুটি দেখতে টাইমার বোমার মতো মনে হলেও এর প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনী পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে।

বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।