spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক-১

দুর্গাপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক-১

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বালু পরিবহনের ট্রাকে পাচারকালে ৮৮ বোতল ভারতীয় মদসহ ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এ-সময় পাচার কাজের ব্যবহারকৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের আত্রাখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।

আটককৃত চালকের নাম ফুরকান মিয়া (২১)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের লোকমান আলীর ছেলে।পুলিশ জানায়,সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তেস্কার নামাজ ও বিশেষ দোয়া

দুপুরে আত্রাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ বস্তায় বিভিন্ন ব্রান্ডের ৮৮ বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার করে চালককে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান প্রতিনিয়ত এভাবেই ভারত থেকে মদ আসছে বাংলাদেশে, তবে অনেকেই ধরাছোয়ার বাইরে থেকেযায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,’আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরে আদালতে প্রেরণ করা হবে।’