spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাসাভারের বিরুলিয়ায় ট্রাকের নিচে পড়ে মৃত ১, ট্রাক আটক

সাভারের বিরুলিয়ায় ট্রাকের নিচে পড়ে মৃত ১, ট্রাক আটক

মোঃ আসিফুজ্জামান আসিফ, নিজস্ব প্রতিনিধিঃ

সাভার বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ির, ফকির পাড়া এলাকার মৃত হোসেন মিয়ার ছোট ছেলে ইব্রাহিম মিয়া(৫০) বিরুলিয়ার কাকাব জিএম গার্মেন্টসের সামনে ২৯ এপ্রিল সোমবার দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন সকালে অপরসঙ্গীদের সাথে নিয়ে রাজমিস্ত্রির কাজে যান। দুপুরে ১:০০ টার দিকে লান্স করতে জিএম গার্মেন্টসের সামনে হোটেলে আসেন এবং খাবার খেয়ে একটু বিশ্রাম শেষে, পুঃনরায় কর্মস্থলে ফিরে যেতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে, তিনি ঘটনা স্থলে মারা যায়।

ঘটনার সূত্রপাত : আক্রান থেকে ছেড়ে আসা একটি অটো রিক্সা ইব্রাহীম মিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং তাৎক্ষণিক ভাবে অপরদিক অর্থাৎ বিরুলিয়া ব্রিজ থেকে দ্রুতগতিতে আসা ড্রাম ট্রাকের নিচে পড়ে মাথাপিষ্ট হয় ইব্রাহিমের।

ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে চলে আসেন আক্রানের দিকে এবং এলাকার লোকজন ট্রাক টির পিছু নিয়ে ট্রাকটিকে বউবাজার থেকে আটক করেন।

নিহত ইব্রাহিম মিয়া,সাভার বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি ফকিরপাড়ার মৃত হোসেন মিয়ার ছোট ছেলে বলে স্থানীয়রা জানান। নিহত ইব্রাহিম মিয়ার স্ত্রী সহ তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছেন বলে জানা যায়, তিনিই সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন।

এ মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে, সাভার মডেল থানার ও বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এস আই মো.দিদারুল ইসলাম আমাদেরকে বলেন, এই ঘটনাটি খুবই দুঃখ জনক ও বেদনাদায়ক এবং তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।