spot_img

― Advertisement ―

spot_img

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত অন্তত ৫জন আহত-৩০

মো আব্দুল খালেক, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা...
প্রচ্ছদসারা বাংলাগোবিন্দগঞ্জে মহান মে দিবস পালিত

গোবিন্দগঞ্জে মহান মে দিবস পালিত

শ্রমিক – মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে গোবিন্দগঞ্জে মহান মে দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা মে) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ উপলক্ষে কয়েকটি সংগঠনের অংশগ্রহণে এক বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

মহান মে দিবস উদযাপন কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি গোলজার রহমান,রওশন আলম, শাহিন,হারুন,সোনামিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করছেন।